১৯৭২ সাল । সদ্য স্বাধীন বাংলাদেশের সিলেট সদর থানার কয়েকজন বিশিষ্ট ব্যক্তি, এলাকার শিক্ষিত চাকরিজীবিগণ এবং এলাকার সচেতন যুব সমাজ বিদ্যালয়টি প্রতিষ্টার সিদ্ধান্ত নেন। বিদ্যালয়টি শুরুতে নব উদ্যম উপরোল্লিখিত ব্যক্তিগণ ঝাপিয়ে পড়েন বিদ্যালয়টির জন্য চাদা তুলতে । দিন রাত পরিশ্রম করে ,গ্রামের বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে বাশ এবং বিভিন্ন জিনিষপত্র যোগাড় করে বিদ্যালয়টি স্থাপন করেন।
বিদ্যালয়টির সুচনা লগ্নে তেমন শিক্ষক এবং ছাত্র/ ছাত্রী না থাকলে ও বতমানে বিদ্যালয়টি অনেক ছাত্র/ছাত্রী পড়ালেখা করছে।
১৯৭২ সাল । সদ্য স্বাধীন বাংলাদেশের সিলেট সদর থানার কয়েকজন বিশিষ্ট ব্যক্তি, এলাকার শিক্ষিত চাকরিজীবিগণ এবং এলাকার সচেতন যুব সমাজ বিদ্যালয়টি প্রতিষ্টার সিদ্ধান্ত নেন। বিদ্যালয়টি শুরুতে নব উদ্যম উপরোল্লিখিত ব্যক্তিগণ ঝাপিয়ে পড়েন বিদ্যালয়টির জন্য চাদা তুলতে । দিন রাত পরিশ্রম করে ,গ্রামের বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে বাশ এবং বিভিন্ন জিনিষপত্র যোগাড় করে বিদ্যালয়টি স্থাপন করেন।
বিদ্যালয়টির সুচনা লগ্নে তেমন শিক্ষক এবং ছাত্র/ ছাত্রী না থাকলে ও বতমানে বিদ্যালয়টি অনেক ছাত্র/ছাত্রী পড়ালেখা করছে।
ক্রমিক নং | শেণীর নাম | ছাত্র | ছাত্রী |
০১ | প্রথম | ৮৯ | ৫০ |
০২ | দ্বিতীয় | ৬৯ | ৪৮ |
০৩ | তৃতীয় | ৫৯ | ৬২ |
০৪ | চতুর্থ | ৮০ | ৭৬ |
০৫ | পঞ্চম | ৬২ | ৭৮ |
কমিটি: রুকন উদ্দিন
সভাপতি : নিজাম উদ্দিন, চেয়ারম্যান ৮ নং কান্দিগাঁও ইউ/পি
সহ সভাপতি: মুহ: সিরাজুল ইসলাম
সম্পাদক: মো: সাজ্জাদ মিয়া
বিগত পাঁচ বছরের শ্রেণী ভিত্তিক ফলাফল
পরীক্ষার্থীর সংখ্যা | পাশের হার | সাল |
৯৪ | ৭৮% | ২০০৯ |
১১৩ | ৬৯% | ২০১০ |
১২৬ | ৬৪% | ২০১১ |
১৩৭ | ৭৯% | ২০১২ |
১২৭ | ৮৩% | ২০১৩ |
১। সরকার থেকে প্রত্যেক শেণীর বই বিনামূল্যে বিতরণ।
২। সরকার থেকে উপস্থিতির উপর মাসে টাকা প্রদান।
৩। এছাড়াও বিভিন্ন ক্লাব বা সমিতি মেধাবী ছাত্র-ছাত্রী জন্য বিভিন্ন শিক্ষা উপকরণের ব্যবস্থা করে।
২০১০ সালে সমাপনী ২ জন এ+ গ্রেড, দাখিল পরীক্ষায় এ+ ৭ জন পেয়ে উত্তির্ণ হয়েছে ।
২০১১ সালে জেডিসি ২ জন এ+ গ্রেড এবং দাখিল পরীক্ষায় ৪ জন এ+ পেয়ে উত্তির্ণ ।
২০১৩ সালে সমাপনী ৪ জন এ গ্রেড , জেডিসি তে ৮ জন এ+ এবং দাখিল পরীক্ষায় ৫ জন এ+ পেয়ে উত্তির্ণ হয়েছে।
২০১৩ সালে আলিম পরীক্ষায় তিন জন এ+ গ্রেড পেয়ে উত্তির্ণ হয়েছে।
এছাড়াও উল্লেখিত মাদ্রসার অনেক ছাত্র -ছাত্রী কেরাত প্রশিক্ষণ কেন্দ্রে ১ম ও ৩য় স্থান অধিকার করেছে।
০১। সমাপনি জেডিসি,দাখিল ও আলিম পরীক্ষায় শতভাগ সাফল্য অর্জন।
০২। গ্রামের মানুষকে সচেতন করার জন্য শিশুদের শিক্ষাদেয়া ।
০৩। উল্লেখিত স্কুলের একটি সাহিত্য পাটাগার করার পরিকল্পনা রয়েছে।
০৪। একটি খেলার মাঠ করার পরিকল্পনা রয়েছে।
০৫। একটি শহীদ মিনার করার পরিকল্পনা রয়েছে।
০৬। প্রতি বৎসর মেধাবী ছাত্র-ছাত্রীদের সহযেগিীতার জন্য একটি ফান্ড গঠন।
সিলেট শহর কাছাকাছি বিদ্যালয়টিঅবস্থিত ।
বাহন : সি এন জি সহ যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত ভাল ।
সিলেট শহর থেকে মাত্র ৬ কি:মি: দূরে মাদ্রাসাটি অবস্থিত ।
মেধাবী ছাত্র ছাত্রী বৃন্ধ
নাম | পাশের সাল | ফলাফল |
মো: জসিম উদ্দিন | ২০০৯ | এ+ |
মো: ইমরান আহমদ | ২০১০ | এ+ |
কবির মাহমুদ | ২০১০ | এ |
সুজন হাওলাদার | ২০১১ | এ+ |
রুমন মিয়া | ২০১২ | এ |
ইমরান মাহদি | ২০১৩ | এ+ |
কবির আহমদ | ২০১৩ | এ+ |
ইয়াছমিন বেগম | ২০১৩ | এ+ |
সুমি বেগম | ২০১৩ | এ |
ইমন আহমদ | ২০০৬ | এ+ |
আহমদ হোসেন | ২০০৪ | এ+ |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস