বর্তমানে মাদ্রাসায় ১৯ জন শিক্ষক ও ৩ জন কর্মচারী কর্মরত আছেন। মাদ্রাসাটি ২ টি দ্বিতলা ভবন ও ৪ টি একতলা ভবন রয়েছে।
শাহজালাল (র:) এর পূণ্য ভূমি সিলেট সোনাতলা বাজারে সোনাতলা আলিম মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়।
মাদ্রাসার শুরুতে টিন সেটের একটি ঘর ছিল। ছাত্র-ছাত্রীর সংখ্যাও তেমন ছিল না।
বর্তমানে মাদ্রাসাটি সিলেট জেলার মাদ্রাসাগুলোর তালিকার প্রথম বিশের মধ্যে রয়েছে।
মাদ্রাসাটি শুরুতে অত্র এলাকার অনেক গুণিজন সহযোগিতা করেছেন।
মাদ্রাসাটি তে আজ অনেক ছাত্র-ছাত্রী দ্বীনি শিক্ষা পাঠ করছে।
প্রতি বৎসর উক্ত মাদ্রাসায় দারুল কিরাত অনুষ্ঠিত হয় । সিলেটের এতিহ্য আল্লামা ফুলতলী সাহেব (র:) এর অধীনে দারুল কিরাতে মাদ্রাসাটির অনেক
ছাত্র সফল্য অর্জন করেছে।
ক্রমিক নং | শেণীর নাম | ছাত্র | ছাত্রী |
০১ | প্রথম | ৮৯ | ৪৩ |
০২ | দ্বিতীয় | ৬৯ | ২৭ |
০৩ | তৃতীয় | ৫৯ | ২১ |
০৪ | চতুর্থ | ৮০ | ১৩ |
০৫ | পঞ্চম | ৬২ | ৮৯ |
০৬ | ৬ষ্ঠ | ৭৮ | ২৬ |
০৭ | ৭ম | ৪৭ | ৩৬ |
০৮ | ৮ম | ৮৮ | ৫৬ |
০৯ | ৯ম | ৪৪ | ২৬ |
১০ | ১০ম | ৩৫ | ৩৮ |
১১ | একাদশ | ২৮ | ১৮ |
১২ | দ্বাদশ | ২৪ | ১৩ |
কমিটি:
সভাপতি :
সহ সভাপতি:
সম্পাদক:
বিগত পাঁচ বছরের শ্রেণী ভিত্তিক ফলাফল
পরীক্ষার্থীর সংখ্যা | পাশের হার | সাল |
৯৪ | ৭৮% | ২০০৯ |
১১৩ | ৬৯% | ২০১০ |
১২৬ | ৬৪% | ২০১১ |
১৩৭ | ৭৯% | ২০১২ |
১২৭ | ৮৩% | ২০১৩ |
১। সরকার থেকে প্রত্যেক শেণীর বই বিনামূল্যে বিতরণ।
২। সরকার থেকে উপস্থিতির উপর মাসে টাকা প্রদান।
৩। এছাড়াও বিভিন্ন ক্লাব বা সমিতি মেধাবী ছাত্র-ছাত্রী জন্য বিভিন্ন শিক্ষা উপকরণের ব্যবস্থা করে।
২০১০ সালে সমাপনী ২ জন এ+ গ্রেড, দাখিল পরীক্ষায় এ+ ৭ জন পেয়ে উত্তির্ণ হয়েছে ।
২০১১ সালে জেডিসি ২ জন এ+ গ্রেড এবং দাখিল পরীক্ষায় ৪ জন এ+ পেয়ে উত্তির্ণ ।
২০১৩ সালে সমাপনী ৪ জন এ গ্রেড , জেডিসি তে ৮ জন এ+ এবং দাখিল পরীক্ষায় ৫ জন এ+ পেয়ে উত্তির্ণ হয়েছে।
২০১৩ সালে আলিম পরীক্ষায় তিন জন এ+ গ্রেড পেয়ে উত্তির্ণ হয়েছে।
এছাড়াও উল্লেখিত মাদ্রসার অনেক ছাত্র -ছাত্রী কেরাত প্রশিক্ষণ কেন্দ্রে ১ম ও ৩য় স্থান অধিকার করেছে।
০১। সমাপনি জেডিসি,দাখিল ও আলিম পরীক্ষায় শতভাগ সাফল্য অর্জন।
০২। গ্রামের মানুষকে সচেতন করার জন্য শিশুদের শিক্ষাদেয়া ।
০৩। উল্লেখিত স্কুলের একটি সাহিত্য পাটাগার করার পরিকল্পনা রয়েছে।
০৪। একটি খেলার মাঠ করার পরিকল্পনা রয়েছে।
০৫। একটি শহীদ মিনার করার পরিকল্পনা রয়েছে।
০৬। প্রতি বৎসর মেধাবী ছাত্র-ছাত্রীদের সহযেগিীতার জন্য একটি ফান্ড গঠন।
সিলেট শহর থেকে থেমুখী হয়ে মাদ্রসাটি অবস্থিত ।
বাহন : সি এন জি সহ যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত ভাল ।
সিলেট শহর থেকে মাত্র ৬ কি:মি: দূরে মাদ্রাসাটি অবস্থিত ।
মেধাবী ছাত্র ছাত্রী বৃন্ধ
নাম | পাশের সাল | ফলাফল |
মো: জসিম উদ্দিন | ২০০৯ | এ+ |
মো: ইমরান আহমদ | ২০১০ | এ+ |
কবির মাহমুদ | ২০১০ | এ |
সুজন হাওলাদার | ২০১১ | এ+ |
রুমন মিয়া | ২০১২ | এ |
ইমরান মাহদি | ২০১৩ | এ+ |
কবির আহমদ | ২০১৩ | এ+ |
ইয়াছমিন বেগম | ২০১৩ | এ+ |
সুমি বেগম | ২০১৩ | এ |
ইমন আহমদ | ২০০৬ | এ+ |
আহমদ হোসেন | ২০০৪ | এ+ |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস