সিলেট পাইলট স্কুল সিলেট জেলার ১টি পুরাতন স্কুল। এটি প্রতিষ্ঠা করা করা ১৮৩৬ সালে।
আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার মধ্য দিয়ে একটি দেশের উন্নত মান নির্দেশিত হয়। প্রাথমিক শ্রেণী থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক শিক্ষার বিভিন্ন পর্যায়ে শিক্ষাদানের গুরু দায়িত্ব একনিষ্ঠভাবে পালন করে চলেছে এ প্রতিষ্ঠান।গত এক দশকে সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজ উচ্চশিক্ষাদানে বিশেষ উৎকর্ষ লাভ করেছে। মানবিক,বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা কোর্স চালু রয়েছে এ প্রতিষ্ঠানে। তাছাড়া কলেজের এ কলেবর বৃদ্ধির সাথে সাথে আমাদের দায়িত্বও বেড়ে গেছে বহুগুণে।আমাদের স্বপ্ন সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজ কে একটি আদর্শ প্রতিষ্ঠানে পরিণত করা,যার মধ্য থেকে বেরিয়ে আসবে নিষ্ঠাবান, দায়িত্বপূর্ণ, সুশৃংখল এবং কর্মজীবনের উপযোগী জ্ঞানসমৃদ্ধ ছাত্রীবৃন্দ।
দু'টি পাতা একটি কুড়ির দেশ হযরত শাহজালাল (র) এর পূণ্যভূমি প্রাকৃতিক সৌন্দযের অপূব লীলা নিকেতন সিলেট জেলা। এ জেলার প্রাণ কেন্দ্র মাথা উচু করে দাঁড়িয়ে আছে শতাবষের পুরানো, সিলেট - এর ঐতিহ্যবাহী বিদ্যালয়"সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়" সিলেট। সূচনালগ্ন থেকে আজ পর্যন্ত শিক্ষা-দীক্ষা, শিষ্ঠাচার, খেলাধূলা, সাহিত্য, সংস্কৃতি প্রতিটি ক্ষেত্রে অত্র বিদ্যালয়ের ছাত্রীরা কৃতিত্তের সাথে সাফল্য অজন করে আসছে। বিদ্যালয়টি সিলেট বিভাগের নারী শিক্ষার অগ্রগতিতে এক বিরাট ভূমিকা রাখছে। উল্লেখ্য যে, বিদ্যালয়টি ২০০০ সালে জাতীয় পযায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছিল। বিদ্যালয়ের কার্যক্রম কেবলমাত্র শিক্ষাদান ও জ্ঞানার্জনের মধ্যেই সীমাবদ্ধ থাকে না। তাই শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশ সাধনের লক্ষ্যে , নিয়মিতভাবে বিদ্যালয় থেকে বিদ্যালয় বার্ষিকী প্রকাশ করা হয়। বিদ্যালয় বার্ষিকী কোনো বিদ্যালয়ের আভ্যন্তরীণ রুপরেখার পরিচয় বহন করে। এজন্য এখানে শিক্ষাদানের পাশাপাশি বিদ্যালয়ের বহুবিদ কার্যাবলীর এবং প্রয়োজনীয় তহবিল সমূহের সংক্ষিপ্ত পরিচয় পাঠক সমীপে তুলে ধরার চেষ্ঠা করছি।
ক্রমিক নং | শেণীর নাম | ছাত্র | ছাত্রী |
০১ | প্রথম | ৮৯ | ৪৩ |
০২ | দ্বিতীয় | ৬৯ | ২৭ |
০৩ | তৃতীয় | ৫৯ | ২১ |
০৪ | চতুর্থ | ৮০ | ১৩ |
০৫ | পঞ্চম | ৬২ | ৮৯ |
০৬ | ৬ষ্ঠ | ৭৮ | ২৬ |
০৭ | ৭ম | ৪৭ | ৩৬ |
০৮ | ৮ম | ৮৮ | ৫৬ |
০৯ | ৯ম | ৪৪ | ২৬ |
১০ | ১০ম | ৩৫ | ৩৮ |
১১ | একাদশ | ২৮ | ১৮ |
১২ | দ্বাদশ | ২৪ | ১৩ |
বিগত পাঁচ বছরের শ্রেণী ভিত্তিক ফলাফল
পরীক্ষার্থীর সংখ্যা | পাশের হার | সাল |
৯৪ | ৭৮% | ২০০৯ |
১১৩ | ৬৯% | ২০১০ |
১২৬ | ৬৪% | ২০১১ |
১৩৭ | ৭৯% | ২০১২ |
১২৭ | ৮৩% | ২০১৩ |
১। সরকার থেকে প্রত্যেক শেণীর বই বিনামূল্যে বিতরণ।
২। সরকার থেকে উপস্থিতির উপর মাসে টাকা প্রদান।
৩। এছাড়াও বিভিন্ন ক্লাব বা সমিতি মেধাবী ছাত্র-ছাত্রী জন্য বিভিন্ন শিক্ষা উপকরণের ব্যবস্থা করে।
০১। সমাপনি জেডিসি,দাখিল ও আলিম পরীক্ষায় শতভাগ সাফল্য অর্জন।
০২। গ্রামের মানুষকে সচেতন করার জন্য শিশুদের শিক্ষাদেয়া ।
০৩। উল্লেখিত স্কুলের একটি সাহিত্য পাটাগার করার পরিকল্পনা রয়েছে।
০৪। একটি খেলার মাঠ করার পরিকল্পনা রয়েছে।
০৫। একটি শহীদ মিনার করার পরিকল্পনা রয়েছে।
০৬। প্রতি বৎসর মেধাবী ছাত্র-ছাত্রীদের সহযেগিীতার জন্য একটি ফান্ড গঠন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস