Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

বিমান বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়

  • সংক্ষিপ্ত বর্ণনা
  • প্রতিষ্ঠাকাল
  • ইতিহাস
  • প্রধান শিক্ষক/ অধ্যক্ষ
  • অন্যান্য শিক্ষকদের তালিকা
  • ছাত্র-ছাত্রীর সংখ্যা (শ্রেণীভিত্তিক)
  • পাশের হার
  • বর্তমান পরিচালনা কমিটির তথ্য
  • বিগত ৫ বছরের সমাপনী/পাবলিক পরীক্ষার ফলাফল
  • শিক্ষাবৃত্ত তথ্যসমুহ
  • অর্জন
  • ভবিষৎ পরিকল্পনা
  • ফটোগ্যালারী
  • যোগাযোগ
  • মেধাবী ছাত্রবৃন্দ

সংক্ষিপ্ত বর্ণনা

সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর অবস্থিত। আর বিমানবন্দর আবাসিক এলাকার উচু-নীচু পাহাড় বেষ্টিত নিরিবিলি মনোরম প্রাকৃতিক পরিবেশে গড়ে উঠেছে বিমানবন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়ের ৯০ (নববই) ভাগ শিক্ষার্থীই ক্যাচমেন্ট এলাকা থেকে আসে। বেশীরভাগ শিক্ষার্থীই বিদ্যালয়ে আশপাশের গ্রামগুলো হতে আসে। বিমানবন্দর আবাসিক এলাকায় বসবাসরত ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে চাকুরীরত কর্মকর্তা ও কর্মচারীদের শিশু-সন্তানরাও অত্র বিদ্যালয়ে পড়ালেখা করে। বিদ্যালয়ের ক্যাচমেন্ট এলাকাগুলো হলো-বিমানবন্দর আ/এ, কাকুয়ারপাড়, কেওয়াছড়া চা-বাগান ও বড়শলা (আংশিক)। কেওয়াছড়া চা-বাগান ব্যতিত অবশিষ্ট গ্রামগুলোর অভিভাবকদের আর্থ সামাজিক অবস্থা মোটামুটি ভাল। ‘এ’ গ্রেডভূক্ত এ বিদ্যালয়টি দুই শিফ্টে পরিচালিত হয়। বিদ্যালয়ের শিক্ষার্থীরা সাদা ও নীল রং এর ইউনিফর্ম পরিধান করে।

১৯৪২ সালে যখন বৃটিশরা এখানে বিমানবন্দর স্থাপন করে তখন এর আশপাশে কোন স্কুল ছিল না। বিশাল জায়গা নিয়ে তারা এখানে বিমানবন্দর স্থাপন করে। ১৯৫৮ সালে অত্র এলাকার কয়েকজন মানুষ উদ্যোগী হয়ে বিমানবন্দর এলাকার ভিতরে একটি প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তি স্থাপন করে। ১৯৬১ সালে বিমানবন্দরের কার্যক্রম চালু হলে বিদ্যালয়ের নামের সাথে ‘বিমানবন্দর’ শব্দটি যুক্ত হয়ে বিদ্যালয়ের নামকরণ হয় ‘বিমানবন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়’।

 অবকাঠামোঃ

 

১৯৫৮ সালে বিদ্যালয়টি বিমানবন্দরের পাশেই উচু পাহাড়ের উপর ৩০ শতক জায়গা নিয়ে প্রতিষ্ঠিত হয়। ২০১০ সালে বিদ্যালয়টিকে স্থানান্তর করা হয়। আবাসিক এলাকার অভ্যন্তরে ৫০ শতক জায়গা নিয়ে বিদ্যালয়টি পুনরায় নির্মাণ করা হলে এর অবকাঠামোগত পরিবর্তন হয়। এল (L) সাইজ আকারের নতুন ভবন নির্মাণ করে বিমানবন্দর কর্তৃপক্ষ।

বিদ্যালয়ের অবকাঠামোগত সুবিধা:

·                   বিশাল আয়তনের মাঠ।

·                   হলরুম সহ ৭টি কক্ষ।

·                   নিরাপদ পানীয় জল।

·                   উন্নতমানের স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থা।

·                   বিশাল উচু সীমানা প্রাচীর।

·                   সার্বক্ষণিক বিদ্যুৎ ব্যবস্থা (জেনারেটর সংযোগ)।

·                   সার্বক্ষণিক নিরাপত্তা প্রহরী।

·                   আকর্ষনীয় বৃহদাকার শহীদ মিনার।

 

অবকাঠামোগত অসুবিধা:

·      ভবনের দুর্বল ভিত্তি।

·    ছোট ছোট শ্রেণিকক্ষ।

 

নুতন ভবন নির্মাণের ফলে অবকাঠামোগত অনেক পরিবর্তন/সুবিধা হয় বা পূর্বে ছিলনা। বিদ্যালয়ের পাকা ভবনে ৪টি শ্রেণিকক্ষ, ১টি লাইব্রেরী, ১টি অফিসকক্ষ ও ১টি হলরুম বিদ্যামান। বিদ্যালয়ে ৬০ জোড়া বেঞ্চ ডেস্ক, ১৫টি চেয়ার, ৬টি টেবিল, ৪টি স্টিলের আলমিরা ও ২টি কাঠের সেলফ রয়েছে।

 

ভূমিঃ

বিদ্যালয়ে প্রায় ৫০ শতক ভূমি রয়েছে। বড়শলা মৌজার ৩০০১নং দাগে বিদ্যালয়টি অবস্থিত।

 

ভূমি

৫০ শতক (প্রায়)

মৌজা

বড়শলা

দাগ নং

৩০০১

জে,এল, নং

৫৪

দাতা

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর, সিলেট।