বাইশটিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ঘোপাল বাজারে অবস্থিত। শিক্ষিত জাতি গঠনের লক্ষ্যে বাইশটিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় অগ্রণি ভুমিকা পালন করে।শিক্ষক সংখ্যা: ৩ জন পুরুষ শিক্ষক ও ২ জন মহিলা শিক্ষক।শেণী সংখ্যা: ১ম -৫ম শ্রেণী পর্যন্তছাত্র/ছাত্রী সংখ্যা:৫২৯ জনশ্রেনী কক্ষ: আটটি।অফিস: ১টি, প্রধান শিক্ষকের রুম ১ টি ।
স্বাধীনতার পর থেকে পোপাল সরকারি প্রাথমিক বিদ্যালয় ছাত্র/ছাত্রীদের সুশিক্ষিত করার হাতিয়ার হিসেবে গড়ে তুলতে উল্লেখযোগ্য ভুমিকা পালন করে। এই বিদ্যালয় থেকে অনেক সাধারণ মানুষই পাশ করে আজ তারা বিভিন্ন যায়গায় প্রতিষ্টিত হয়েছেন। এছাড়াও এই বিদ্যালয় থেকে পাশ করে অনেক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় গন্ডিতে পা রেখেছে।
১ম শ্রেণী-১৮৯ জন
২য় শ্রেণী-১৪৮ জন
৩য় শ্রেণী-১৩৯ জন
৪র্থ শ্রেণী-১২০ জন
৫ম শেণী-১০৫ জন
নাম | পাশের সাল | ফলাফল |
মো: জসিম উদ্দিন | ২০০৯ | এ |
মো: ইমরান আহমদ | ২০১০ | এ |
কবির মাহমুদ | ২০১০ | এ |
সুজন হাওলাদার | ২০১১ | এ |
রুমন মিয়া | ২০১২ | এ |
ইমরান মাহদি | ২০১৩ | এ+ |
কবির আহমদ | ২০১৩ | এ |
ইয়াছমিন বেগম | ২০১৩ | এ |
সুমি বেগম | ২০১৩ | এ |
২০১০ সালে ২ জন এ গ্রেড পেয়ে উত্তির্ণ।
২০১১ সালে ৬ জন এ গ্রেড পেয়ে উত্তির্ণ ।
২০১৩ সালে ০১ জন এ+ গ্রেড পেয়ে উত্তির্ণ ।
২০১৩ সালে ১২ জন এ গ্রেড পেয়ে উত্তির্ণ
০১। প্রাথমিক সমাপনি পরীক্ষায় শতভাগ সাফল্য অর্জন।
০২। গ্রামের মানুষকে সচেতন করার জন্য শিশুদের শিক্ষাদেয়া।
০৩। উল্লেখিত স্কুলের একটি সাহিত্য পাটাগার করার পরিকল্পনা রয়েছে।
০৪। একটি খেলার মাঠ করার পরিকল্পনা রয়েছে।
০৫। একটি শহীদ মিনার করার পরিকল্পনা রয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস