দু'টি পাতা একটি কুড়ির দেশ হযরত শাহজালাল (র) এর পূণ্যভূমি প্রাকৃতিক সৌন্দযের অপূব লীলা নিকেতন সিলেট জেলা। এ জেলার প্রাণ কেন্দ্র জিন্দাবাজারে কয়েক একর জমির উপর মাথা উচু করে দাঁড়িয়ে আছে শতাবষের পুরানো, সিলেট - এর ঐতিহ্যবাহী বিদ্যালয়"সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়" সিলেট। সূচনালগ্ন থেকে আজ পর্যন্ত শিক্ষা-দীক্ষা, শিষ্ঠাচার, খেলাধূলা, সাহিত্য, সংস্কৃতি প্রতিটি ক্ষেত্রে অত্র বিদ্যালয়ের ছাত্রীরা কৃতিত্তের সাথে সাফল্য অজন করে আসছে। বিদ্যালয়টি সিলেট বিভাগের নারী শিক্ষার অগ্রগতিতে এক বিরাট ভূমিকা রাখছে। উল্লেখ্য যে, বিদ্যালয়টি ২০০০ সালে জাতীয় পযায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছিল। বিদ্যালয়ের কার্যক্রম কেবলমাত্র শিক্ষাদান ও জ্ঞানার্জনের মধ্যেই সীমাবদ্ধ থাকে না। তাই শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশ সাধনের লক্ষ্যে , নিয়মিতভাবে বিদ্যালয় থেকে বিদ্যালয় বার্ষিকী প্রকাশ করা হয়। বিদ্যালয় বার্ষিকী কোনো বিদ্যালয়ের আভ্যন্তরীণ রুপরেখার পরিচয় বহন করে। এজন্য এখানে শিক্ষাদানের পাশাপাশি বিদ্যালয়ের বহুবিদ কার্যাবলীর এবং প্রয়োজনীয় তহবিল সমূহের সংক্ষিপ্ত পরিচয় পাঠক সমীপে তুলে ধরার চেষ্ঠা করছি।
আমাদের উদ্দেশ্য: প্রচলিত গতানুগতিক শিক্ষার কিছু সার্টিফিকেটধারী মানুষ তৈরি করা উদ্দেশ্য নয়। কোমলমতি শিক্ষার্থীদের বহুমুখী সুপ্ত প্রতিভার বিককশ ঘটিয়ে সৎ-চরিত্রবান, ন্যায়-নিষ্ঠ, আর্দশবান তথা মানবিক গুনাবলী সমৃদ্ধ, দক্ষ ও সৃজনশীল কর্মী হিসেবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য। শিক্ষার্থীরা যেনো সত্যিকার মানুষরুপে গড়ে উঠে মানব প্রেমে উদ্ধুদ্ধ হয়ে দেশ ও জাতির কল্যাণে নিজেদের নিয়োজিত করতে পারে এটাই আমাদের মূখ্য উদ্দেশ্য।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস