অত্র মাদ্রাসাটি ইংরেজি (ইউ) আকৃতি দক্ষিণমুখি। ইহাতে ০৯টি শ্রেণীকক্ষবিশিষ্ঠ ০২টিপুরাতন আধাপাকা ভবন আছে। শিক্ষাপ্রকৌশল অধিদপ্তর সিলেট কর্তৃক নির্মিত ০২টি শ্রেণীকক্ষবিশিষ্ঠ ০১টি পাকা ভবন আছে এবং প্রবাসী কর্তৃক নির্মিত ০৩ কক্ষবিশিষ্ঠ ০১টি পাকা ভবন আছে। ইহাতে ০১টি অফিস কক্ষ০১টি শিক্ষক মিলনায়তন ও ০১টি ছাত্রী মিলনায়তন আছে।মোট ০৫টিবাথরুম ০১টি নলকূপ ০১টি পুকুর ০১টি মাঠও মাদ্রাসা সংলগ্ন ০১টি জামে মসজিদ আছে। মাদ্রাসাটি চতুর্দিক পাকা দেয়াল দ্বারা বেষ্টিত।
অত্র মাদ্রাসাটি এলাকার শিক্ষানুরাগি বিশিষ্ঠ ব্যক্তিবর্গের সমন্বয়ে এবং বিশিষ্ঠ আলেমেদীন আলহাজ্ব মাও: রফিক সাহেবের পরামর্শ ক্রমে আহমদিয়া দাখিল মাদ্রাসা নামে প্রতিষ্ঠা করা হয়। ০১/০১/১৯৯৪ ইং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ড কর্তৃক অনুমতি লাভ করে এবং ০১/০১/১৯৯৬ ইংরেজি হইতে একাডেমিক স্বীকৃতি পাইয়া ১৯৯৬ ইং হইতেছাত্র/ছাত্রী বৃন্দদাখিল পরীক্ষায় অংশ গ্রহণ করিয়া প্রতি বৎসরই সমেতাষজনক ফলা-ফল লাভ করিয়া আসিতেছে। ১৫/০৫/২০০০ইং হইতে এম,পি,ও ভূক্ত হয়।
শ্রেণী | ছাত্র সংখ্যা | ছাত্রী সংখ্যা | শ্রেণী ভিত্তিক মোট সংখ্যা |
শিশু | ০৬ | ১০ | ১৬ |
প্রথম | ২৪ | ১৪ | ৩৮ |
দ্বিতীয় | ১৫ | ১৩ | ২৮ |
তৃতীয় | ২২ | ১৬ | ৩৮ |
চতুর্থ | ৩১ | ১৬ | ৪৭ |
পঞ্চম | ৩১ | ১৬ | ৪৭ |
খষ্ঠ | ২৬ | ২৫ | ৫১ |
সপ্তম | ৩৬ | ২০ | ৫৬ |
অষ্টম | ৩০ | ০৯ | ৩৯ |
নবম | ১৫ | ১১ | ২৮ |
দশম | ২২ | ০৩ | ২৬ |
সন | শ্রেণী | আবতীর্ণ | উত্তীর্ণ | হার |
|
২০০৭ | দাখিল | ১০ | ১০ | ১০০% |
|
২০০৮ | দাখিল | ১৮ | ১৬ | ৮৮.৮৮% |
|
২০০৯ | দাখিল | ১৫ | ১৩ | ৮৬.৬৬% |
|
২০১০ | দাখিল | ২৪ | ১৯ | ৭৯.১৬% |
|
২০১১ | দাখিল | ২৫ | ২৩ | ৯২% |
|
বিগত ২ বছরের সমাপনী পরীÿার ফলাফল :৫ম শ্রেণী | |||||
সন | শ্রেণী | আবতীর্ণ | উত্তীর্ণ | হার |
|
২০১০ | ৫ম | ৫১ | ৪৭ | ৯০% |
|
২০১১ | ৫ম | ৪৩ | ৩৯ | ৯১% |
|
বিগত ২ বছরের জে, ডি,সি, পরীÿার ফলাফল :-৮মশ্রেণী
সন | শ্রেণী | আবতীর্ণ | উত্তীর্ণ | হার |
২০১০ | ৮ম | ২৫ | ২৫ | ১০০% |
২০১১ | ৮ম | ২৭ | ২৪ | ৮৯% |
ফতেহপুর মাদ্রাসার শিক্ষা তথ্য সমুহ:
আগামীতে অত্যাধুনিক.শিক্ষারমাধ্যমে উচ্চপর্যায়ে পৌছানোর লক্ষ্যেআপ্রান চেষ্টা চালিয়ে যাচ্ছি।
এছাড়াও অত্যাধুনিক ল্যাব সমৃদ্ধ একটি কম্পিউটার রুম।
২০১২ইং সনের ৪১’শ বাংলাদেশ জাতীয় স্কুল ও মাদ্রাসা শীতকালীন খেলাধুলা বেডমিন্টন একক ও দ্বৈত
প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে রানার্স আপ ।
মাদ্রাসার ফলাফল শত ভাগ নিশ্চিত করা।
আম্বর খানা - সুনামগঞ্জ রোডে লামাকাজী ব্রীজ থেকে ডান দিকে অর্ধ কি: মি: গিয়ে উল্লেখিত মাদ্রাসাটি অবস্থিত।
জনাব মোঃ নেফুর মিয়া
(বর্তমান) সচিবালয়ে কর্মরত।
· জনাব মোঃ হিরা পারভেজ
ভি.ডি.পি ও আনসার এডজুঠেন্ট, সখিপুর, টাংগাইল।
· বাবু সুকেশ চক্রবর্তী
প্রকৌশলী, যুক্তরাজ্য
· বাবু সুশেন চক্রবর্তী
প্রকৌশলী, যুক্তরাজ্য
· জনাব মোশতাকুর রহমান মফুর
উপজেলা চেয়ারম্যান, বালাগঞ্জ
· জনাব গোলাম মোস্তফা
অধ্যাপক প্রাণীবিদ্যা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।
· প্রফেসর ডঃ আজিজুর রহমান
চেয়ারম্যান, অর্থনীতি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।
· জনাব মোঃ লুৎফুর রহমান
সাবেক গনপরিষদ সদস্য
·
· মরহুম জনাব মোঃ আমিনুর রহমান
সাবেক জেলা প্রশাসক, কুমিল্লা
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস