সিলেট সদর উপজেলার টুকের বাজার ইউ/পি’র মইয়ারচর গ্রামে অত্র বিদ্যালয়টি প্রতিষ্টিত হয়েছে।
বিদ্যালয়টির যাতায়াত ব্যবস্থা ভাল হওয়ায় এলাকার ছাত্র /ছাত্রঅদের পড়ালেখায় অত্যান্ত সহজ ভাবে সম্পন্ন হচ্ছে।
আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার মধ্য দিয়ে একটি দেশের উন্নত মান নির্দেশিত হয়। প্রাথমিক শ্রেণী থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক শিক্ষার বিভিন্ন পর্যায়ে শিক্ষাদানের গুরু দায়িত্ব একনিষ্ঠভাবে পালন করে চলেছে এ প্রতিষ্ঠান।গত এক দশকে সরকারী অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ উচ্চশিক্ষাদানে বিশেষ উৎকর্ষ লাভ করেছে। মানবিক,বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা কোর্স চালু রয়েছে এ প্রতিষ্ঠানে। তাছাড়া কলেজের এ কলেবর বৃদ্ধির সাথে সাথে আমাদের দায়িত্বও বেড়ে গেছে বহুগুণে।আমাদের স্বপ্ন সরকারী অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ কে একটি আদর্শ প্রতিষ্ঠানে পরিণত করা,যার মধ্য থেকে বেরিয়ে আসবে নিষ্ঠাবান, দায়িত্বপূর্ণ, সুশৃংখল এবং কর্মজীবনের উপযোগী জ্ঞানসমৃদ্ধ ছাত্রীবৃন্দ।
সিলেট সদর উপজেলার টুকের বাজার ইউ/পি’র মইয়ারচর গ্রামে অত্র বিদ্যালয়টি প্রতিষ্টিত হয়েছে।
বিদ্যালয়টির যাতায়াত ব্যবস্থা ভাল হওয়ায় এলাকার ছাত্র /ছাত্রঅদের পড়ালেখায় অত্যান্ত সহজ ভাবে সম্পন্ন হচ্ছে।
বিদ্যালয়টির ভবন খুব ঝুকিপূর্ণ হওয়ায় ছাত্র/ছাত্রীরা অনেক ভয়ে পড়ালেখা করছে।
১। সরকার থেকে প্রত্যেক শেণীর বই বিনামূল্যে বিতরণ।
২। সরকার থেকে উপস্থিতির উপর মাসে টাকা প্রদান।
৩। এছাড়াও বিভিন্ন ক্লাব বা সমিতি মেধাবী ছাত্র-ছাত্রী জন্য বিভিন্ন শিক্ষা উপকরণের ব্যবস্থা করে।
০১। সমাপনি জেডিসি,দাখিল ও আলিম পরীক্ষায় শতভাগ সাফল্য অর্জন।
০২। গ্রামের মানুষকে সচেতন করার জন্য শিশুদের শিক্ষাদেয়া ।
০৩। উল্লেখিত স্কুলের একটি সাহিত্য পাটাগার করার পরিকল্পনা রয়েছে।
০৪। একটি খেলার মাঠ করার পরিকল্পনা রয়েছে।
০৫। একটি শহীদ মিনার করার পরিকল্পনা রয়েছে।
০৬। প্রতি বৎসর মেধাবী ছাত্র-ছাত্রীদের সহযেগিীতার জন্য একটি ফান্ড গঠন।
সিলেট সিটি কর্পোরেশন এর আম্বর খানা/বন্দর থেকে তেমুখী হয়ে মইয়ারচর জুনি: স্কুল টি অবস্থীত।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস