বিদ্যালয় ভবন সেমিপাকা। ১টি অফিস রুম, ১টি প্রধান শিক্ষক রুম, ১টি কম্পিউটার ল্যাব, ১টি পাঠাগার সহ ৬টি শ্রেণীকক্ষ রয়েছে। শিক্ষক শিক্ষার্থীদের জন্য পৃথক পৃথক শৌচাগার রয়েছে। পানীয় জলের সুব্যবস্থা রয়েছে। নৈশ্য প্রহরীর কোয়ার্টার আছে। কিন্তু বিদ্যালয়ে এ পর্যন্ত সরকারী অর্থায়নে কোন ভবন নির্মিত হয়নি যা বিদ্যালয়ের জন্য নিতান্তই প্রয়োজন।
বর্তমানে এলাকাটিতে গার্ডেন টির অনেক সুনাম কুড়িয়ে যাচ্ছে।
শ্রেণী- বালক বালিকা মোট
শিশু
১ম ৪১
২য় ৫২
৩য় ৬০
৪র্থ ৪৫
৫ম ৩৫
সর্বমোট-২৩৩জন।
২০০৭ ৬০%
২০০৮ ৭৫%
২০০৯ ৫১%
২০১০ ৯১%
২০১১ ৯০%
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নির্ধারিত নীতিমালা অনুযায়ী ২০১২সনে উপবৃত্তির আওতায় ছাত্র-ছাত্রীর সংখ্যা ০৮ জন।
২০১২সনে ভর্তির হার ৯৯.২৫%।
স্কুলটি এলাকার যুগোপযোগী শিক্ষা প্রদান করা।
প্রতিটি বোর্ড পরীক্ষায় ১০০% রিজাল্ট করা।
সরকরী বোর্ডের অধীনে স্কুল টি পরিচালনা।
সাইমুম কিন্টার গার্ডেন
মইয়ার চর,
আম্বর খানা- সুনামগঞ্জ রোড থেকে
তেমূখী হয়ে মইয়ার চর নামক স্থানে কিন্টার গার্ডেন টি অবস্থিত।
১। রাকিব আহমদ- ৫ম শ্রেণীর সমাপনী পরীক্ষায় গোল্ডেন জিপি-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস