অত্র মাদ্রাসা ১৯৬০ সালে এলাকা বাসীর সার্বিক সহযোগিতায় প্রতিষ্টিত হয়ে ১ম তৎকালিন আসাম সরকারের স্বীকৃত প্রাপ্ত প্রতিষ্টান ছিল।১৯৮১ সালে মাদরাসাটি বাংলাদেশ মাদরাসা বোর্ডের দাখিল স্বীকৃত লাভ করে এবং এমপিভুক্ত হয়। ১৯৯৪/৯৫ শিক্ষাবর্ষে আলিম স্বীকৃতি লাভ এবং ২০০০ সালে মরহুম স্পীকার হুমায়ুন রশীদ চৌধুরীর সহযোগিতা আলিম স্তরে এমপিও ভুক্ত হয়। বর্তমানে মাদ্রাসায় ১৯ জন শিক্ষক ও ৩ জন কর্মচারী কর্মরত আছেন। মাদ্রাসাটি ২ টি দ্বিতলা ভবন ও ৪ টি একতলা ভবন রয়েছে।
শাহজালাল (র:) এর পূণ্য ভূমি সিলেট সোনাতলা বাজারে সোনাতলা আলিম মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়।
মাদ্রাসার শুরুতে টিন সেটের একটি ঘর ছিল। ছাত্র-ছাত্রীর সংখ্যাও তেমন ছিল না।
বর্তমানে মাদ্রাসাটি সিলেট জেলার মাদ্রাসাগুলোর তালিকার প্রথম বিশের মধ্যে রয়েছে।
মাদ্রাসাটি শুরুতে অত্র এলাকার অনেক গুণিজন সহযোগিতা করেছেন।
মাদ্রাসাটি তে আজ অনেক ছাত্র-ছাত্রী দ্বীনি শিক্ষা পাঠ করছে।
প্রতি বৎসর উক্ত মাদ্রাসায় দারুল কিরাত অনুষ্ঠিত হয় । সিলেটের এতিহ্য আল্লামা ফুলতলী সাহেব (র:) এর অধীনে দারুল কিরাতে মাদ্রাসাটির অনেক
ছাত্র সফল্য অর্জন করেছে।
শ্রেণীভিত্তিক ছাত-ছাত্রী সংখ্যা | |
শ্রেণী | ছাত্র-ছাত্রী সংখ্যা |
ষষ্ট শ্রেণী | ৩১৯ জন |
সপ্তম শ্রেণী | ৩১৭ জন |
অষ্টম শ্রেণী | ২৯৮ জন |
নবম শ্রেণী | ২৩১ জন |
দশম শ্রেণী | ১৮০ জন |
সর্বমোট = ১৩৪৫ জন |
ক্রমিক নং | ম্যানেজিং কমিটির সদস্যদের নাম | পদবী |
০১ | সভাপতি | |
০২ | শিক্ষক প্রতিনিধি | |
০৩ | শিক্ষক প্রতিনিধি | |
০৪ | শিক্ষানুরাগী সদস্য | |
০৫ | অভিভাবক সদস্য | |
০৬ | মহিলা সদস্য | |
০৭ | দাতা সদস্য | |
০৮ |
বিগত পাঁচ বছরের শ্রেণী ভিত্তিক ফলাফল
পরীক্ষার্থীর সংখ্যা | পাশের হার | সাল |
৯৪ | ৭৮% | ২০০৯ |
১১৩ | ৬৯% | ২০১০ |
১২৬ | ৬৪% | ২০১১ |
১৩৭ | ৭৯% | ২০১২ |
১২৭ | ৮৩% | ২০১৩ |
১। সরকার থেকে প্রত্যেক শেণীর বই বিনামূল্যে বিতরণ।
২। সরকার থেকে উপস্থিতির উপর মাসে টাকা প্রদান।
৩। এছাড়াও বিভিন্ন ক্লাব বা সমিতি মেধাবী ছাত্র-ছাত্রী জন্য বিভিন্ন শিক্ষা উপকরণের ব্যবস্থা করে।
২০১০ সালে সমাপনী ২ জন এ+ গ্রেড, দাখিল পরীক্ষায় এ+ ৭ জন পেয়ে উত্তির্ণ হয়েছে ।
২০১১ সালে জেডিসি ২ জন এ+ গ্রেড এবং দাখিল পরীক্ষায় ৪ জন এ+ পেয়ে উত্তির্ণ ।
২০১৩ সালে সমাপনী ৪ জন এ গ্রেড , জেডিসি তে ৮ জন এ+ এবং দাখিল পরীক্ষায় ৫ জন এ+ পেয়ে উত্তির্ণ
হয়েছে।
২০১৩ সালে আলিম পরীক্ষায় তিন জন এ+ গ্রেড পেয়ে উত্তির্ণ হয়েছে।
এছাড়াও উল্লেখিত মাদ্রসার অনেক ছাত্র -ছাত্রী কেরাত প্রশিক্ষণ কেন্দ্রে ১ম ও ৩য় স্থান অধিকার করেছে।
০১। সমাপনি জেডিসি,দাখিল ও আলিম পরীক্ষায় শতভাগ সাফল্য অর্জন।
০২। গ্রামের মানুষকে সচেতন করার জন্য শিশুদের শিক্ষাদেয়া ।
০৩। উল্লেখিত স্কুলের একটি সাহিত্য পাটাগার করার পরিকল্পনা রয়েছে।
০৪। একটি খেলার মাঠ করার পরিকল্পনা রয়েছে।
০৫। একটি শহীদ মিনার করার পরিকল্পনা রয়েছে।
০৬। প্রতি বৎসর মেধাবী ছাত্র-ছাত্রীদের সহযেগিীতার জন্য একটি ফান্ড গঠন।
সিলেট শহর থেকে থেমুখী হয়ে রায়ের গাঁও বাজারে পাশ দিয়ে আলী নগর পাল পুর গ্রামে মাদ্রসাটি অবস্থিত ।
বাহন : সি এন জি সহ যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত ভাল ।
সিলেট শহর থেকে মাত্র ১৬ কি:মি: দূরে মাদ্রাসাটি অবস্থিত ।
মেধাবী ছাত্র ছাত্রী বৃন্ধ
নাম | পাশের সাল | ফলাফল |
মো: জসিম উদ্দিন | ২০০৯ | এ+ |
মো: ইমরান আহমদ | ২০১০ | এ+ |
কবির মাহমুদ | ২০১০ | এ |
সুজন হাওলাদার | ২০১১ | এ+ |
রুমন মিয়া | ২০১২ | এ |
ইমরান মাহদি | ২০১৩ | এ+ |
কবির আহমদ | ২০১৩ | এ+ |
ইয়াছমিন বেগম | ২০১৩ | এ+ |
সুমি বেগম | ২০১৩ | এ |
ইমন আহমদ | ২০০৬ | এ+ |
আহমদ হোসেন | ২০০৪ | এ+ |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস