বিদ্যালয়ের গ্রেড- এ;শিফট সংখ্যা: ২; সিলেটের শেখঘাট এলাকায় সুরমা নদীর তীরে সমতল স্থানে অবস্থিত।ক্যাচমেন্ট এলাকার নাম- শেখঘাট,ইটাকলা, ভাঙ্গাঁটিকর। অভিভাবকদের আর্থসামাজিক অবস্থা মোটামুটি ভাল। বেশীর ভাগ অভিভাবক ব্যবসায়ী, উচ্চ বিত্ত,মধ্য বিত্ত, নিমণ বিত্ত ও রয়েছে।কিছু পরিমাণ দিনমজুর।ছাত্র-ছাত্রীদের মধ্যে ছেলেরা সাদা শার্ট,নীল প্যান্ট এবং মেয়েরা সাদা শার্ট ও নীল স্কার্ট ইউনিফর্ম পরিধান করে।
অবকাঠামো | ভবন ২ টি :- ১। একতল ২। দ্বিতল; দ্বিতল ভবনে ৫ টি শ্রেণী কক্ষ : দৈর্ঘ্য ১৯’-৬’’; প্রস্থ: ১৯’-৬’’। একতল ভবনে ২ টি শ্রেণীকক্ষ:দৈর্ঘ্য ২৬’-৬’’; প্রস্থ ১৯’-৬’’। |
ভূমি | মোট পরিমাণ: ০.১৯৬৮ একর। দাগ নং ২৩৮৭; খতিয়ান নং ২৪২০৩ চতু:সীমা আছে; দাতা- নাই। |
১৯৩০ ইং সনে তৎকালীন মুরববী বিশিষ্ট সমাজসেবী মরহুম মোবাশ্বির আলী শেখঘাট মসজিদেও পার্শেব একটি গাছতলায় ১০/১৫ জন শিক্ষার্থী নিয়ে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন।কাঠের ব্যবসায়ী মরহুম আব্দুল বারী বিদ্যালয় প্রতিষ্টার পর পরই বিদ্যালয়ে একটি শ্রেণী কক্ষ তৈরী করেন।প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মুকবিবর খান।১৯৩০ ইং সনে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হওয়ার পর ছাত্র ছাত্রীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় মনষা মঙ্গল দেবীর পরিত্যক্ত সম্পত্তিতে এলাকাবাসী বিদ্যালয়টি স্থানান্তর করেন। বর্তমানে বিদ্যালয়টিতে দ্বিতল ও একতল দুটি ভবন রয়েছে।
মোট ছাত্রছাত্রীর সংখ্যা | ২০১৪খ্রি:- ৬৫৪জন, ২০১৩খ্রি:- ৬০৫জন; ২০১২খ্রি:- ৫৯৬ জন; ২০১১খ্রি:- ৫০৮জন ; ২০১০খ্রি:- ৪৬৬ জন |
ছাত্র-ছাত্রীর সংখ্যা (শ্রেণী ভিত্তিক) | প্রা: প্রাথমিক- ৩৮ জন;১ম - ১৩৭ জন; ২য় - ১৪২ জন; ৩য় - ১৪০ জন; ৪র্খ - ১২৭ জন; ৫ম-৭০ জন। |
পরিচালনা পর্ষদের সভাপতি | হাজী মুহিবুর রহমান। |
বর্তমান পরিচালনা কমিটির তথ্য | সভাপতি- হাজী মুহিবুর রহমান; বিদ্যোৎসাহী পুরম্নষ: জুনেদ আহমদ; বিদ্যোৎসাহী মহিলা: বেগম সুফিয়া সুলতানা; জমিদাতা : নাই; সদস্য: মোসত্মাক আহমদ হিলালী,শিপ্রা দে,বাদল মিয়া,হাজী আনসার উদ্দিন,হেলাল উদ্দিন,জমির উদ্দিন,মো: সিকন্দর আলী (কাউন্সিলর), সদস্য সচিব : মহামায়া দত্ত, |
বিগত ৫ বছরের সমাপনী পরীক্ষার তথ্য | সাল | ডি আর ভুক্তি | অংশগ্রহণকারী | পাশের সংখ্যা | হার |
২০১৩ | ৬০ | ৫৮ | ৫৭ | ৯৮.২৮% | |
২০১২ | ৭৭ | ৭৬ | ৭৪ | ৯৭.৩৭% | |
২০১১ | ৭০ | ৬৫ | ৫৮ | ৮৯.২৩% | |
২০১০ | ৫৬ | ৫৬ | ৫৩ | ৯৪.৬৪% | |
২০০৯ | ৫৬ | ৫৬ | ৫৪ | ৯৬.৪৩% |
২০১২ সালে অনুষ্টিত সমাপনী পরীক্ষায় ২ জন শিক্ষার্থী সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করে।
এবছর উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তিন জন শিক্ষার্থী ১ম স্থান লাভ করে এবং জেলা পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। |
বিদ্যালয়ের উন্নয়নের ব্যাপারে ভবিষ্যৎ পরিকল্পনাগুলি হল :-
১। আগামী বছর সমাপনী পরীক্ষায় পাসের হার অবশ্যই শতভাগ হবে।
২।বিদ্যালয়ের প্রাঙ্গনে একটি শহীদ মিনার নির্মাণ করা হবে।
৩। অভিভাবকদের বসার জন্য টিন শেডের একটি কক্ষ নির্মাণ করা হবে।
শেখঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়;শেখঘাট,সিলেট-৩১০০।যোগাযোগ- রিক্সা,গাড়ী।
১। অরুন কুমার চন্দ(ডাক্তার) ২। বিকাশ নন্দী (ডাক্তার) ৩। কামরুল ইসলাম(অধ্যাপক) ৪। মৌসুমী (শিক্ষক্ষকা) ৫। অনুপ কুমার দেব( অষ্ট্রেলিয়া প্রবাসী) ৬। তাসলিমা সুলতানা ঋতু (ব্যাংকার) ৭। নজরুল ইসলাম (যুক্তরাজ্যে অধ্যয়নরত)
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস