সিলেট জেলা ক্রীড়া সংস্থা প্রতি বৎসর যে সকল খেলাধুলা স্থানীয়ভাবে আয়োজন করে থাকে সে সকল খেলাধুলার তালিকা: | সিলেট জেলা ক্রীড়া সংস্থা প্রতি বৎসর যে সকল খেলাধুলায় অংশগ্রহণ করে থাকেঃ |
১ম বিভাগ ক্রিকেট লীগ | জাতীয় আন্তঃ জেলা ক্রিকেট চ্যাম্পিয়নশীপ |
২য় বিভাগ ক্রিকেট লীগ | জাতীয় বয়সভিত্তিক/যুব ফুটবল চ্যাম্পিয়নশীপ |
১ম বিভাগ ফুটবল লীগ | জাতীয় কাবাডি প্রতিযোগিতা |
২য় বিভাগ ফুটবল লীগ | জাতীয় সাঁতার প্রতিযোগিতা |
১ম বিভাগ ভলিবল লীগ | জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশীপ |
২য় বিভাগ ভলিবল লীগ | জাতীয় দাবা প্রতিযোগিতা |
হকি লীগ | জাতীয় কারাতে প্রতিযোগিতা |
জাতীয় স্কুল ক্রিকেট টুর্ণামেন্ট | আন্তঃ জেলা ভলিবল প্রতিযোগিতা |
বয়স ভিত্তিক ক্রিকেট টুর্ণামেন্ট | যুব হকি প্রতিযোগিতা |
ডিএসএ কাপ দাবা প্রতিযোগিতা | বিভাগীয় এ্যাথলেটিকস প্রতিযোগিতা |
ব্যাডমিন্টন টুর্ণামেন্ট | বিভাগীয় সাঁতার প্রতিযোগিতা |
প্রীতি ফুটবল টুর্ণামেন্ট |
|
জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতা |
|
স্টেডিয়াম দুইটিঃ সিলেট জেলা স্টেডিয়াম ও সিলেট বিভাগীয় স্টেডিয়াম।
সিলেট জেলা স্টেডিয়ামের ধারণ ক্ষমতাঃ আনুমানিক ২৫,০০০(পঁচিশ হাজার ) আসন।
সিলেট জেলা স্টেডিয়ামের প্রতিষ্ঠাকালঃ আনুমানিক ১৯৬১ সাল।
খেলার মাঠ: এম সি কলেজ মাঠ, আলিয়া মাদ্রাসা মাঠ, এম এ জি ওসমানী মেডিকেল কলেজ মাঠ।
খেলাধুলা সম্পকে আরো জানার জন্য যোগাযোগ করতে পারেনঃ সিলেট জেলা ক্রীড়া সংস্থা
ফোনঃ ০৮২১-৭১৫৪০৯
এছাড়াও প্রতি বছর সুরমা নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
গ্রামে গ্রামে ষাড়ের লড়াই অত্যন্ত জনপ্রিয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস