Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
টেস্ট ব্যানার
বিস্তারিত

চা বাংলাদেশের অন্যতম অর্থকরী ফসল। রপ্তানি আয়ের অন্যতম উৎসও হচ্ছে চা। ১৮৫৪ সালে মালনীছড়া চা বাগান দিয়ে বাংলাদেশে চা শিল্পের গোড়াপত্তন হয়। বর্তমানে সিলেট জেলায় মোট চা বাগানের সংখ্যা : ২০ টি (১টি রুগ্ন)। তারে মধ্যে সিলেট সদর উপজেলার আওতাভুক্ত মোট চা বাগানের সংখ্যা ০৭ টি। চা বাগানগুলো হচ্ছে-

(১)  লাক্কাতুরা

(২)  মালনীছড়া

(৩)  আলীবাহার

(৪)  ডালিয়া

(৫)  খাদিম

(৬)  বুরজান এবং

(৭)  তারাপুর।

 

চা বাগানের সাফল্য:

২০০৭ সালের পর হতে চা বাগানের ইজারা কার্যক্রম বন্ধ ছিল। ভূমি মন্ত্রণালয়, বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাস, চা বোর্ড ও উপজেলা প্রশাসনের ঐকান্তিক প্রচেষ্টায় বাগানসমূহ ইজারার আওতায় আনার লক্ষ্যে কার্যক্রম গ্রহণ করা হয়েছে। জেলা প্রশাসন, সিলেট বিগত দুই বছরে চা বাগানের ইজারা বিষয়ে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। যার ফলে সরকারের রাজস্ব খাতে আয়ের এক অভূতপূর্ব সম্ভাবনার দ্বার খুলেছে। উল্লেখ্য যে, সিলেট জেলার ১৯ টি চা বাগানের মধ্যে ১৬ টি চা বাগানের ইজারা/ ইজারা নবায়নের আওতায় আনা হয়েছে। তাছাড়াও ইজারাবিহীন ০৭টি চা বাগানকে নুতনভাবে ইজারার আওতায় আনা হয়েছে এবং অবশিষ্ট ০৩টি চা বাগানকে ইজারার আওতায় আনার কার্যক্রম অব্যাহত রয়েছে।