সিলেট সদর উপজেলা পরিষদের মাসিক সভার কার্যবিবরণীঃ-
সভার তরিখ ও সময় :২০/০৭/২০১৬ খ্রিঃ তারিখ সকাল ১০.৩০ ঘটিকায় ।
সভার স্হান : উপজেলা পরিষদ মিলনায়তন, সিলেট সদর, সিলেট ।
সভাপতি : জনাব আশফাক আহমদ, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, সিলেট সদর, সিলেট ।
সভার উপস্হিত এবং অনুপস্হিত সদস্যবৃন্দের তালিকা যথাক্রমে পরিশিষ্ট ক, এবং ‘খ, তে দেখানো হল।
সভার প্রারম্ভে সভাপতি উপস্হিত সকলকে স্বাগত জানিয়ে সভার কাজ শুরু করেন । সভাপতি মহোদয় অনুমতিক্রমে বিগত সভার কার্যবিবরণী পাঠ করে শুনানো হলে তা সর্বসম্মতিক্রমে দৃঢ়ীকরণ করা হয়।অতঃপর নিম্নোক্ত আলোচনা ও সিদ্বান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয় ।
০১। শিক্ষা বিভাগঃ (ক) প্রাথমিক শিক্ষাঃ উপজেলা শিক্ষা কর্মকর্তা সভায় জানান যে প্রাথমিক শিক্ষা বিভাগের কার্যক্রম স্বাভাবিক ভাবে চলছে বিভাগীয় কোন সমস্যা নেই ।
সিদ্বান্তঃ বিভাগীয় কার্যক্রম অব্যাহত রাখতে হবে ।
বাস্তবায়নেঃ উপজেলা শিক্ষা কর্মকর্তা, সিলেট সদর, সিলেট ।
(খ) মাধ্যমিক শিক্ষাঃ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সভায় জানান আইসিটি ট্রেনিং সেন্টারের কাজ শেষ পর্যায়ে । তিনি আরো জানান যে সিলেট সদর উপজেলার ৬ষ্ঠ শ্রেনী থেকে দ্বাদশ শ্রেনী পর্যন্ত অনন্য সাধারন মেধা অন্বেষণের লক্ষে “সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা-২০১৪”পরিচালনার জন্য ০৪/০৫/২০১৪ ইং তারিখে অনুষ্ঠিত উপজেলা কমিটির সভার সিদ্ধান্ত মোতাবেক উপজেলা রাজস্ব তহবিল থেকে অগ্রিম ২৫,০০০/-(পচিঁশ হাজার) টাকা বরাদ্দ প্রদান করার জন্য প্রস্তাব উপস্হাপন করেন ।উল্লেখ্য, এতদসংক্রান্ত বরাদ্দ প্রাপ্তির পর উক্ত টাকা ফেরৎ প্রদান করা হবে ।
সিদ্ধান্তঃ উপজেলা পরিষদ রাজস্ব তহবিল থেকে উক্ত টাকা অগ্রিম প্রদান করার সিদ্ধান্ত গৃহীত হয় ।
বাস্তবায়নেঃ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, সিলেট সদর, সিলেট ।
০২। সমাজসেবা বিভাগঃ-সভায় উপজেলা সমাজসেবা অফিসার জানান সমাজসেবা বিভাগের কাজকর্ম স্বাভাবিক ভাবে চলছে বিভাগীয় কোন সমস্যা নেই ।
সিদ্ধান্তঃ বিভাগীয় কার্যক্রম অব্যাহত রাখতে হবে ।
বাস্তবায়নেঃ উপজেলা সমাজসেবা অফিসার, সিলেট সদর, সিলেট ।
০৩।দূর্যোগ ব্যবস্হাপনা ও ত্রাণ বিভাগ-(ক) সভায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জানান যে গ্রামীন অবকাঠামো সংস্কার সাধারণ-১ ও বিশেষ -১ কর্মসূচীর অধীনে বাস্তবায়িতব্য মোট ৬০ টি প্রকল্পের কাজের গড় অগ্রগতি ৭৭% এবং গ্রামীন অবকাঠামো রক্ষনাবেক্ষন(টি আর) কর্মসূচীর অধীনে বাস্তবায়িতব্য মোট ৫৬৮ টি প্রকল্পের গড় অগ্রগতি ৯২% ।
সিদ্ধান্তঃ- অসম্পূর্ন কাজ সমূহ সমাপ্ত করার প্রয়োজনীয় ব্যবস্হা গ্রহনের জন্য সংশিষ্ট সকলকে অনুরোধ জানানো হয় ।
বাস্তবায়নেঃ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা,সিলেট সদর,সিলেট ও সংশিষ্ট সকল ।
(খ) সভায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরো জানান যে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্হান কর্মসূচীর কাজ গত ফেব্রুয়ারী মাসে সমাপ্ত হয়েছে ।কাজের গড় অগ্রগতি ৯৯% শীঘ্রই ২য় পর্যায়ের বরাদ্ব পাওয়া যাইবে ।
সিদ্ধান্তঃ । প্রকল্প সমূহের কাজ যথা সময়ে আরম্ভ করার লক্ষে পূর্ব প্রস্তুতি গ্রহনের জন্য সংশিষ্ট সকলকে অনুরোধ জানান ।
বাস্তবায়নেঃউপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা,সিলেট সদর,সিলেট ও সংশিষ্ট সকল ।
(গ) সভায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরোও জানান ঝুকিহ্রাস কর্মসূচীর অধীনে টুলটিকর ইউনিয়ন ছাড়া বাকী ৭ টি ইউনিয়নে আদায়যোগ্য প্রায় ১৯,২৯,৮৪৮/-টাকা অনাদায়ী আছে ।কোন কোন ইউনিয়নে কিছু টাকা আদায় হয়েছে কিন্তু আদায়কৃত অর্থ কেন্দ্রীয় হিসাবে প্রেরন করা হয় নাই।
সিদ্ধান্তঃ যে সমস্ত গ্রাহকের টাকা অনাদায়ী আছে তাদের একটি তালিকা অত্রাফিসে প্রেরনের জন্য এবং ইতোমধ্যে আদায়কৃত অর্থ কেন্দ্রীয় হিসাবে প্রেরনের জন্য সংশিষ্ট ইউ/পি চেয়ারম্যান গনকে অনুরোধ করা হলো ।
বাস্তবায়নেঃউপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা,সিলেট সদর,সিলেট ও সংশিষ্ট সকল ।
০৪। প্রকৌশল শাখাঃ প্রস্তাব-০১: সভায় উপজেলা প্রকৌশলী এডিপি (রক্ষনাবেক্ষন)২০১৩-১৪ অর্থ বছরের আওতায় উপজেলা কমপ্লেক্স জোড়াবাড়ী ভবন নং-০১ এবং ০২ মেরামত কাজ বাস্তাবতার আলোকে চুক্তিমূল্যের মধ্যে সীমাবদ্ব রেখে সংশোধিত প্রাক্কলন উপস্হাপন করেন ।
সিদ্ধান্তঃ প্রস্তাবিত সংশোধিত প্রাক্কলন মোতাবেক কাজ বাস্তবায়নের জন্য সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয় ।এ বিষয়ে প্রয়োজনীয় ব্যাবস্হা গ্রহনের জন্য উপজেলা প্রকৌশলীকে অনুরোধ করা হয় ।
বাস্তবায়নেঃ উপজেলা প্রকৌশলী,সিলেট সদর,সিলেট ।
প্রস্তাব-০২: আলোচনাকালে উপজেলা প্রকৌশলী এডিপি (রক্ষনাবেক্ষন)২০১৩-১৪ অর্থ বছরের আওতায় উপজেলা কমপ্লেক্স জোড়াবাড়ী ভবন নং-০৩ এবং ০৪ মেরামত কাজ বাস্তাবতার আলোকে চুক্তিমূল্যের মধ্যে সীমাবদ্ব রেখে সংশোধিত প্রাক্কলন সভায় উপস্হাপন করেন ।
সিদ্ধান্তঃ প্রস্তাবিত সংশোধিত প্রাক্কলন মোতাবেক কাজ বাস্তবায়নের জন্য সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয় ।এ বিষয়ে প্রয়োজনীয় ব্যাবস্হা গ্রহনের জন্য উপজেলা প্রকৌশলীকে অনুরোধ করা হয় ।
বাস্তবায়নেঃ উপজেলা প্রকৌশলী,সিলেট সদর,সিলেট ।
প্রস্তাব-০৩: আলোচনাকালে উপজেলা প্রকৌশলী এডিপি (রক্ষনাবেক্ষন)২০১৩-১৪ অর্থ বছরের আওতায় উপজেলা কমপ্লেক্স জোড়াবাড়ী ভবন নং-০১,০২,০৩ এবং ০৪ এর সেপ্টিক ট্যাংক সংস্কার ও ড্র্রেন মেরামত কাজের টাকা=১,৩৫,০০০/-(এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র )প্র্র্রাক্কলন সভায় উপস্হাপন করেন ।
সিদ্ধান্তঃ উপস্হাপিত প্রাক্কলন মোতাবেক কোটেশনের মাধ্যমে কাজ বাস্তবায়নের জন্য সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয় ।এ বিষয়ে প্রয়োজনীয় ব্যাবস্হা গ্রহনের জন্য উপজেলা প্রকৌশলীকে অনুরোধ করা হয় ।
বাস্তবায়নেঃ উপজেলা প্রকৌশলী,সিলেট সদর,সিলেট ।
প্রস্তাব-০৪: আলোচনাকালে উপজেলা প্রকৌশলী এডিপি ২০১৩-১৪ অর্থ বছরের আওতায় বহর দাসপাড়া বাবুল পালের বাড়ী হইতে রঞ্জিত পালরে বাড়ী পর্যন্ত রাস্তা পাকাকরন কাজের বাস্তবতার আলোকে চুক্তিমূল্যের মধ্যে সীমাবদ্ব রেখে সংশোধিত প্রাক্কলন সভায় উপস্হাপন করেন ।
সিদ্ধান্তঃ প্রস্তাবিত সংশোধিত প্রাক্কলন মোতাবেক কাজ বাস্তবায়নের জন্য সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয় ।এ বিষয়ে প্রয়োজনীয় ব্যাবস্হা গ্রহনের জন্য উপজেলা প্রকৌশলীকে অনুরোধ করা হয় ।
বাস্তবায়নেঃ উপজেলা প্রকৌশলী,সিলেট সদর,সিলেট ।
প্রস্তাব ০৫: উপজেলা চেয়ারম্যান মহোদয়ের অনার বোর্ড ও উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের অনার বোর্ড ও নেম প্লেটে নাম সংযোজনের জন্য খরচকৃত ৩,০০০/-(তিন হাজার টাকা)মাত্র উপজেলা পরিষদ রাজস্ব তহবিল থেকে সংকোলনের জন্য উপজেলা প্রকৌশলী সভায় প্রস্তাব উপস্হাপন করেন ।
সিদ্ধান্তঃ খরচকৃত অর্থের ভাউচার সমন্বয়ের জন্য প্রয়োজনীয় ব্যবস্হা গ্রহনের জন্য উপজেলা প্রকৌশলীকে অনুরোধ করা হয় ।
বাস্তবায়নেঃ উপজেলা প্রকৌশলী, সিলেট সদর, সিলেট ।
প্রস্তাব ০৬: বার্ষিক উন্নয়ন কর্মসূচী/২০১৩-১৪ অর্থ বছরে ৪র্থ কিস্তিতে বাজেট বরাদ্দ ২,২০,০০০.০০(দুই লক্ষ বিশ হাজার টাকা মাত্র) পাওয়া যায় । প্রথমত ৩ (তিন) কিস্তিতে বরাদদকৃত ১৭.৫৮(সতের লক্ষ আটান্ন হাজার টাকা মাত্র)করে মোট ৫২.৭৪(বায়ান্ন লক্ষ চুয়াত্তর হাজার)টাকা এবং ৪র্থ কিস্তির ২,২০,০০০.০০ (দুই লক্ষ বিশ হাজার) টাকা সহ সর্বমোট ৫৪,৯৪,০০০/-(চুয়ান্ন লক্ষ চুরানব্বই হাজার) টাকার বরাদ্দ পাওয়া যায় । কিন্তু আহবান কৃত দরপত্র অনুসারে নিম্ন লিখিত প্রকল্পগুলি বাস্তবায়ন করা সম্ভবপর নয় বিধায় বর্তমান অর্থ বছর হতে প্রকল্প গুলি বাতিল করা হয় ।পরবতী অর্থ বছরে প্রকল্পগুলি অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করা যেতে পারে মর্মে উপজেলা প্রকৌশলী সভায় উপস্হাপন করেন ।
০১। কুড়িরগাঁও শরীফ আলীর বাড়ীর পশ্চিমের রাস্তা আরসিসি ঢালাই ।
০২। সুরচন্দ্র সিংহের (মনিপুরী পাড়া) বাড়ীর শেষ সীমানা হইতে গিরীন্দ্র দাশের বাসা পর্যন্ত রাস্তা উন্নয়ন ।
০৩। ২টি ইউনিয়নে গভীর নলকূপ স্হাপন ।
০৪। বিভিন্ন ইউনিয়নে অগভীর নলকূপ স্হাপন ।
০৫। ১ টি গভীর নলকূপ স্হাপন ।
সিদ্ধান্তঃ এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্হা গ্রহনের জন্য উপজেলা প্রকৌশলীকে অনুরোধ করা হয় ।
বাস্তবায়নেঃ উপজেলা প্রকৌশলী, সিলেট সদর, সিলেট ।
প্রস্তাব ০৭: সিলেট সদর উপজেলা পরিষদের চলতি অর্থ বছরের ২০১৩-১৪ ইং সংশোধিত বাজেট এবং আগামী ২০১৪-১৫ অর্থ বছরের বাজেট প্রস্তুত করার জন্য উপজেলা প্রকৈৗশলীকে প্রধান করে ০৪(চার) সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয় এবং আগামী জুন মাসের মাসিক সভায় বাজেট উপস্হাপনের জন্য সিদ্ধান্ত গৃহীত হয় ।
সিদ্ধান্তঃ আগামী জুন/১৪ ইং মাসের মাসিক সভায় ২০১৩-১৪ অর্থ বছরের সংশোধিত বাজেট এবং ২০১৪-১৫ অর্থ বছরের বাজেট উত্তাপন করতে হবে ।
বাস্তবায়নেঃ উপজেলা প্রকৈৗশলী্ ও সংশ্লিষ্ট সকল , সিলেট সদর, সিলেট ।
০৫। পরিসংখ্যান বিভাগঃসভায় উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা জানান যে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কর্তৃক ১৯৮১ সালে প্রনীত জিও কোড দেশের বিভিন্ন প্রশাসনিক দপ্তর ব্যবহার করে আসছে । কোন দেশের ভৌগলিক/প্রশাসনিক এলাকা চিহ্নিত করনের জন্য এক বা একাধিক অংক সংখ্যা নির্ধারণ করাকে Geo Code(Geographical Code) বলে । আগামী জুলাই মাসের শেষ দিকে উপজেলা চেয়ারম্যান মহোদয়ের নেতৃত্বে গঠিত কমিটির মাধ্যমে সদর উপজেলার জিও কোড সিষ্টেম আপগ্রেড করা হবে । তিনি সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন । তিনি সভায়ঁ দেশ ব্যাপী চলমান বস্তি শুমারী ও ভাসমান লোক গননার কাজ সিলেট সদর উপজেলায় সুন্দর ও সার্থকভাবে সম্পন্ন হওয়ায় উপস্হিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং তিনি আশাবাদ ব্যক্ত করেন আগামী কয়েক মাসের মধ্য বস্তি শুমারীর চূড়ান্ত রির্পোট উপজেলা ওয়ারী পৌছে যাবে ।
সিদ্ধান্তঃউপজেলা জিও কোড সিষ্টেম আপগ্রেড করনে সার্বিক সহযোগীতা প্রদান করতে হবে ।
বাস্তবায়োনেঃ উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা,সিলেট সদর,সিলেট ও সংশিষ্ট সকল ।
০৬। খাদ্য বিভাগঃ সভায় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জানান যে বিগত ১১ই এপ্রিল থেকে সদর উপজেলার পীরের বাজার,মেজরটিলা,শাহপরাণ মাজার রোড,বহরকলোনী রোহ (দাসপাড়া) সুরমা গেইট,ও বালুচর মসজিদ মার্কেট এই ০৬(ছয়) টি পয়েন্টে দৈনিক ১,৫০০ কেজি চাল,প্রতি কেজি ২৪ টাকা দরে বিক্রি করা হচ্ছে ।সপ্তাহে শনিবার ব্যতীত ০৬ দিন দোকান খোলা রাখা হবে ।চলতি মাসের ১লা তারিখ হইতে অভ্যন্তরীন বোরো সংগ্রহের আওতায় কৃষকদের নিকট থেকে ১৩৫.০০০ মেঃটঃ ধান সংগ্রহের লক্ষ্য মাত্রা পাওয়া গিয়াছে ।ধানের সংগ্রহ মূল্য প্রতি কেজি ২০(বিশ) টাকা,ছবি সম্বলিত কৃষিকার্ড ধারী কৃষক শুকনা(১৪%আর্দ্রতা)ও চিটামুক্ত সর্বোচ্ছ ০৩ (তিন) মেঃটন ধান আগে আসিলে আগে বিক্রি করিতে পারিবেন;ভিত্তিতে বিক্রি করিতে পারিবেন ।উক্ত কার্যক্রম বাস্তবায়নের জন্য তিনি সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন ।
সিদ্ধান্তঃ সার্বিক সহযোগীতা প্রদান করা হবে ।
বাস্তবায়নেঃ উপজেলা খাদ্য নিয়ন্ত্রক,সিলেট সদর,সিলেট ও সংশ্লিষ্ট সকল ।
০৭। বিবিধি (ক) : আলোচনাকালে উপজেলা নির্বাহী অফিসার সভায় জানান যে,সরকার গ্রামীন খেলাধুলা কর্মসূচী বাস্তবায়নের নিমিত্ত ব্যাপক কর্মসূচী গ্রহন করেছে ।উক্ত খেলাধূলা প্রতিযোগিতা সফলভাবে আয়োজনের জন্য উপজেলা পর্যায়ে ইতো মধ্যে খেলা পরিচালনা কমিটি গঠন করা হয়েছে । ইউনিয়ন পর্যায়ে ইউনিয়ন কমিটি গঠন পূর্বক আগামী ১৫ (পনের) দিনের মধ্যে প্রতিযোগীতা সম্পন্নক্রমে বিল/ভাউচার ও প্রতিযোগিদের নামের তালিকা প্ররণের লক্ষে ইতোমধ্যে সকল ইউ/পি চেয়ারম্যানগণকে পত্র প্রেরণ করা হয়েছে ।ইউনিয়ন পর্যায়ের প্রতিযোগিদের নামের তালিকা প্রাপ্তি সাপেক্ষে উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা সম্পন্ন করা হবে ।সভায় ৪নং খাদিমপাড়া ইউ/পি চেয়ারম্যান জানান যে তাহার ইউনিয়নের গ্রামীন খেলাধুলা কার্যক্রম সম্পন্ন ।
সিদ্ধান্তঃ (ক) ইউনিয়ন পর্যায়ের প্রতিযোগিতা দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে ।
(খ) ইউনিয়ন পর্যায়ের প্রতিযোগিদের নিয়ে উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা সম্পন্ন করতে হবে ।
বাস্তবায়নেঃ সংশিষ্ট সকল,সিলেট সদর,সিলেট।
এছাড়া প্রানী সম্পদ বিভাগ,কৃষি বিভাগ,সমবায় বিভাগ ও অন্য সকল বিভাগের কার্যক্রম স্বাভাবিক ভাবে চলছে,বিভাগীয় কোন সমস্যা নেই ।
সিদ্ধান্তঃ বিভাগীয় কার্যক্রম অব্যাহত রাখতে হবে ।
বাস্তবায়নেঃ সকল বিভাগীয় কর্মকর্তা,সিলেট সদর,সিলেট ।
পরিশেষে উপস্হিত সকলকে ধন্যবাদ জানিয়ে সভাপতি সভার সমাপ্তি ঘোষনা করেন ।
(আশফাক আহমদ)
সভাপতি
উপজেলা পরিষদ মাসিক সভা কমিটি
ও
চেয়ারম্যান, উপজেলা পরিষদ
সিলেট সদর, সিলেট ।
স্মারক নং:-উপকা/সিলেট/সদর/স্হাঃসঃ/১-৩২/২০০৯-১৪/ (৫০) তারিখঃ----/-----/------খ্রিঃ।
অনুলিপি সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্হা গ্রহনের জন্য প্রেরণ করা হলো ।
১। জেলা প্রশাসক, সিলেট ।
২। মাননীয় অর্থমন্ত্রী মহোদয়ের একান্ত সচিব ।মাননীয় মন্ত্রী মহোদয়ের সদয় অবগতির জন্য ।
৩। চেয়ারম্যান, উপজেলা পরিষদ, সিলেট সদর, সিলেট ।
৪। ভাইস চেয়ারম্যান/মহিলা ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ, সিলেট সদর, সিলেট ।
৫। উপজেলা ----------------------------------কর্মকর্তা (সংশ্লিষ্ট সকল), সিলেট সদর, সিলেট ।
৬। চেয়ারম্যান,-------------------- -----------ইউ/পি (সকল) সিলেট সদর, সিলেট ।
৭। জনাব/বেগম,----------------সিলেট সদর, সিলেট ।
৮। অফিস নথি।
(মীর মোহাম্মদ মাহবুবুর রহমান)
উপজেলা নির্বাহী অফিসার
ও
সদস্য সচিব
উপজেলা পরিষদ মাসিক সভা কমিটি ।
সিলেট সদর, সিলেট ।
পরিশিষ্ট-ক
সভায় উপস্হিত সদস্যবুন্দের নামের তালিকাঃ(স্বাক্ষরের ক্রমানুসারে)
ক্রমিক নাম পদবী ও ঠিকানা
১। জনাব ছারোয়ারুল আহসান উপজেলা কৃষি কর্মকর্তা, সিলেট সদর, সিলেট ।
২। জনাব গৌছুল হোসেন ভারপ্রাপ্ত কর্মকর্তা ,জালালাবাদ থানা, এসএমপি,সিলেট সদর, সিলেট ।
৩। জনাব মোঃ শাহজামান ভারপ্রাপ্ত কর্মকর্তা ,বিমানবন্দর থানা, এসএমপি,সিলেট সদর, সিলেট ।
৪। জনাব মোঃ সাখাওয়াত হোসেন ভারপ্রাপ্ত কর্মকর্তা,শাহপরাণ থানা,এসএমপি,সিলেট সদর,সিলেট ।
৫। জনাব এ এস এম রাশেদুর রহমান উপজেলা প্রকৌশলী,সিলেট সদর,সিলেট ।
৬। জনাব মোঃ ইব্রাহিম আল মামুন মোল্লা উপজেলা সমাজসেবা কর্মকর্তা, সিলেট সদর,সিলেট।
৭। জনাব মহি উদ্দিন আহমদ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা,সিলেট সদর,সিলেট ।
৮। জনাব ফারুক আজম চৌধুরী উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা,সিলেট সদর,সিলেট ।
৯। জনাব সজল চক্রবর্তী উপজেলা সমবায় কর্মকর্তা, সিলেট সদর, সিলেট ।
১০। জনাব নিরোদ চন্দ্র দাস উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা,সিলেট সদর,সিলেট ।
১১। জনাব অমরেন্দ্র কুমার শর্মা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক,সিলেট সদর,সিলেট ।
১২। জনাব জমির উদ্দিন চেয়ারম্যান ২ নং হাটখোলা ইউ/পি সিলেট সদর, সিলেট ।
১৩। জনাব মোঃ জৈন উদ্দিন ভাইস চেয়ারম্যান,উপজেলা পরিষদ,সিলেট সদর,সিলেট ।
১৪। জনাব মোঃ নিজাম উদ্দিন চেয়ারম্যান ৮ নং কান্দিগাঁও ইউ/পি সিলেট সদর, সিলেট ।
১৫। জনাব দিলোয়ার হোসেন চেয়ারম্যান ৩ নং খাদিমনগর ইউ/পি সিলেট সদর, সিলেট ।
১৬। জনাব নজরুল ইসলাম চেয়ারম্যান ৪ নং খাদিমপাড়া ইউ/পি সিলেট সদর, সিলেট ।
১৭। জনাব আলহ্বাজ শহিদ আহমদ চেয়ারম্যান, ৬নং টুকেরবাজার ইউ/পি, সিলেট সদর,সিলেট ।
১৮। জনাব ডাঃ দেবাশীষ বসু উপজেলা স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার পক্ষে,সিলেট সদর,সিলেট।
১৯। জনাব আব্দুল মোছাব্বির চেয়ারম্যান ৫ নং টুলটিকর ইউ/পি,সিলেট সদর,সিলেট ।
২০। জনাবা রুলী খাতুন উপজেলা মৎস কর্মকর্তার পক্ষে,সিলেট সদর,সিলেট ।
২১। জনাব কামাল উদ্দিন উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা,সিলেট সদর,সিলেট ।
২২। জনাব ইসতেকার আহমদ সহকারী প্রকৌশলী(জনস্বাস্হ্য),সিলেট সদর,সিলেট ।
২৩। জনাব মোঃ আব্দুল মাননান উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা,সিলেট সদর, সিলেট ।
২৪। জনাব মোঃ কামরুজ্জামান উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা,সিলেট সদর, সিলেট ।
২৫। জনাব এ কে এম আব্দুস সোবাহান উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা,সিলেট সদর,সিলেট ।
২৬। জনাবা নাদিরা পারভীন উপজেলা প্রকল্প কর্মকর্তা,সিলেট সদর,সিলেট ।
২৭। জনাব উজ্জল বখ্ত উপ-সহকারী প্রকৌশলী(শিক্ষা),সিলেট সদর,সিলেট ।
২৮। জনাব রাশেদ ইকবাল চৌধুরী সহকারী কমিশনার(ভূমি),উপজেলা পরিষদ,সিলেট সদর,সিলেট ।
২৯। জনাবা দিলারা বেগম মহিলা ভাইস চেয়ারম্যান,উপজেলা পরিষদ,সিলেট সদর,সিলেট ।
সভায় অনুপস্হিত সদস্য বৃন্দের নামের তালিকাঃ
১। চেয়ারম্যান ৭নং মোগলগাঁও ইউ/পি,সিলেট সদর,সিলেট ।
২। ভারপ্রাপ্ত কর্মকর্তা ,কোতোয়ালী থানা, এসএমপি,সিলেট সদর, সিলেট ।
৩। উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা,সিলেট সদর,সিলেট ।
৪। উপজেলা সমন্বয়কারী,একটি বাড়ী একটি খামার,সিলেট সদর,সিলেট ।
৫। উপজেলা নির্বাচন কর্মকর্তা,সিলেট সদর,সিলেট ।
৬। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা,সিলেট সদর,সিলেট ।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS